ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

রানারআপ সিদ্দিকুর, শিরোপা ভুলারের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
রানারআপ সিদ্দিকুর, শিরোপা ভুলারের

ঢাকা: তৃতীয় রাউন্ডের ফলাফলেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ ওপেন গলফে মুকুট হারাতে চলেছেন সিদ্দিকুর রহমান। তবে দেশসেরা গলফার যে হাল ছাড়ার পাত্র নন অনেকবারই সেটার প্রমাণ দিয়েছেন।

শেষ দিনে জ্বলে উঠলেন ব্রুনাই ওপেনজয়ী তারকা। ৬৬ শটে খেলে দিনের সেরা পারফরমার। কিন্তু ভারতের গগনজিৎ ভুলার আগেই অনেকটা নিরাপদ ব্যবধান গড়ে নিয়েছিলেন। তাই মাত্র দুই শটের ব্যবধানে ভুলারের পেছনেই থাকতে হলো সিদ্দিকুরকে।

কুর্মিটোলা গলফ কাবে ভারতীয় গলফারদের সাফল্যে খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিকদের। ব্যতিক্রম শুধু সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে ২৭৬ শটে প্রতিযোগিতা শেষ করেন। পারের চেয়ে ১২ শট কম নিয়ে শুধুমাত্র ভুলারের পেছনে থাকেন।

আগের দিনের অসাধারণ পারফরমেন্সই (পারের চেয়ে আট শট কম) অনন্য উচ্চতায় নিয়ে যায় ভুলারকে। শেষ রাউন্ড ৭১ শটে খেলেও নির্ভাবনায় ছিলেন। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম নিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ৩ লাখ ২৩ হাজার টাকা পকেটে রাখেন পাঞ্চারের এই গলফার। অন্যদিকে ভুলারের চেয়ে এক লাখ টাকা কম পেয়েছেন দ্বিতীয় হওয়া সিদ্দিকুর।

প্রতিযোগীতায় তৃতীয় ও চতুর্থ হয়েছেন ভারতের অন্য দুই প্রতিযোগী দিল্লির শামিম খান ও কলকাতার রাজু আলী মোল্লা।

চতুর্থ রাউন্ডে ঠিক ৭২ শটে খেলে শামিম প্রতিযোগীতা শেষ করেন পারের চেয়ে ৯ শট কমে। অন্যদিকে তিন রাউন্ডে দ্বিতীয়স্থান ধরে রাখলে শেষ দিনে দুই ধাপ পিছিয়ে যান রাজু আলী মোল্লা। পারের চেয়ে দুই শট বেশি (৭৪ শট) নিয়ে চতুর্থ হন তিনি। অন্য বাংলাদেশী প্রতিযোগীরা হলেন মোহাম্মদ সাইয়ুম পারের চেয়ে চার শট কম নিয়ে ষষ্ঠসস্থান অর্জন করেন। এছাড়া পারের চেয়ে তিন শট কমে খেলে যুগ্মভাবে সপ্তম হয়েছেন লিটন হাওলাদার ও মোহাম্মদ জাকিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘন্টা, ২৯ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad