ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

হাফিজের শতকে সিরিজে ফিরলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
হাফিজের শতকে সিরিজে ফিরলো পাকিস্তান

ক্রিস্টচার্চ: মোহাম্মদ হাফেজের শতকে একদিনের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান।

পাকিস্তান: ২৯৩/৭ (৫০ ওভার)
নিউজিল্যান্ড: ২৫০/৯ (৫০ ওভার)
ফল: পাকিস্তান ৪৩ রানে জয়ী

অ্যামি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় শহীদ আফ্রিদির দল।

দলের ৮ রানের মধ্যে বিদায় নেন আহমেদ শেহজাদ (০) ও কামরান আকমল (৬)।

অবশ্য পরের ব্যাটসম্যাদের কুশলী ব্যটিংয়ে শুরুর ধাক্কা সামলে নেয় সফরকারীরা। বিশেষ করে অধিনায়ক আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে দারুণ কার্যকার ভূমিকা রাখে বড় ইনিংস গড়ে তুলতে। মোহাম্মদ হাফেজ ১১৫, আফ্রিদি ৬৫, উমর আকমল ৪৪ ও মিসবাহ উল হক ৩৫ রান করলে বড় স্কোর পায় পাকিস্তান।

দুটি করে উইকেট নেন কাইল মিলস, টিম সাউদি ও হামিশ বেনেট।

জবাবে কিউইরা নয় উইকেট হারিয়ে ২৫০ রান তুলতেই শেষ হয়ে যায় নির্ধারিত ওভারের খেলা। সবচেয়ে বেশি ৪৬ রান করেন স্কট স্টাইরিস। উমর গুল, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজ প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ হাফেজ।

১-১ এ সমতায় আছে ছয় ম্যাচের সিরিজ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি জন্য পরিত্যক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।