ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শীর্ষে ভুলার, ষষ্ঠ সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
শীর্ষে ভুলার, ষষ্ঠ সিদ্দিকুর

ঢাকা: আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফে ঘুরে দাঁড়িয়েছেন ভারতের গগনজিৎ ভুলার। পাঞ্জাবের এই প্রতিযোগী তৃতীয় রাউন্ডে পারের চেয়ে আট স্ট্রোক (৬৪ শট) কম খেলে আবারো শীর্ষস্থানে উঠে এসেছেন।

অন্যদিকে আগের দিন চতুর্থ স্থানে থাকা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিদ্দিকুর ৭১ শট খেলে আছেন ষষ্ঠস্থানে।

কুর্মিটোলা গলফ কাবে স্বাগতিকদের জন্য তৃতীয় দিনটি ছিলো হতাশার। প্রায় প্রত্যেক প্রতিযোগী আগের চেয়ে পিছিয়েছেন। অন্যদিকে ভারতীয় গলফাররা শীর্ষস্থানগুলোতে নিজেদের অবস্থান সংহত করেন।

কলকাতার রাজু আলী মোল্লা পারের চেয়ে চার শট কমে এককভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন। তার সঙ্গে দ্বিতীয়স্থানে থাকা স্বাগতিক গলফার জাকিরুজ্জামান ৭০ শট খেলে দুই ধাপ পিছিয়ে আছেন চতুর্থস্থানে।

অন্যদিকে দিল্লির শামিম খান ৭১ শটে দিন শেষ করে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে স্বাগতিক গলফার জামাল হোসেন মোল্লা তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি নিয়ে রয়েছেন ৩১তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা, ২৮ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।