ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মোহামেডানকে হারিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
মোহামেডানকে হারিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ লিগে ঢাকা মোহামেডানকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার লিগের ষষ্ঠ পর্বের খেলায় কোচ মারুফুল হকের শিষ্যরা ১-০ গোলে হারায় সাদা-কালোদের।



কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের সর্বোচ্চ গোলদাতা মিঠুন চৌধুরীকে ছাড়াই খেলতে নামে মুক্তিযোদ্ধা। কার্ড সমস্যায় ( তিন হলুদ কার্ড) খেলতে পারেননি এ স্ট্রাইকার।

৩৪ মিনিটে মুক্তিযোদ্ধাকে উৎসবে মাতান ফরোয়ার্ড রোকনুজ্জামান কাঞ্চন। জাহিদ পারভেজের শট পাঞ্চ করে রুখে দেন গোলরক্ষক তিতুমীর চৌধুরী। তবে শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে কাঞ্চনের হেড জালে আশ্রয় নেয়। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিলো মারুফুলের শিষ্যদের। অধিনায়ক বুকোলা গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। গোল শোধে মরিয়া মোহামেডান আক্রমণে গতি আনে। কিন্তু ৭০ মিনিটে মোহামেডানের আরফাত আলী রনি বুকোলাকে ট্যাকল করায় রেফারি কার্ড দেখালে ক্ষিপ্ত হয়ে ওঠে সাদা-কালো সমর্থকরা। মাঠে ইটের টুকরো নিক্ষেপ করায় খেলা বন্ধ থাকে পাঁচ-সাত মিনিট।
 
খেলার বাকি সময় কোন দলই খুঁজে পায়নি জালের ঠিকানা। ফলে এই ব্যবধানে শেষ হয় ম্যাচ।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। সমান খেলায় মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট। লিগ টেবিলে কোচ শফিকুল ইসলাম মানিকের দলের অবস্থান চতুর্থ।  

তবে দল জিতলেও দলের খেলায় সন্তুষ্ট নন কোচ মারুফুল,‘‘সুন্দর খেলা ও জয় একটা ম্যাচে দুটো জিনিস থাকে। আজ আমরা দ্বিতীয়টি পেয়েছি। ”

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ২৮ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।