ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মিসবাহ’র স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
মিসবাহ’র স্বপ্ন পূরণ

করাচি: কখনো বিশ্বকাপ খেলেননি বলে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের আক্ষেপ ছিলো। স্বপ্ন দেখতেন একদিন বিশ্বকাপে অংশ নেবেন।

দলের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়ে মিসবাহ’র সেই স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অধিনায়ক ছাড়াই ঘোষণা করেছে বিশ্বকাপের চূড়ান্ত দল। ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি নাকি মিসবাহ উল হকের কাঁধে থাকবে দলের নেতৃত্ব সেই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। অবশ্য এসব নিয়ে ভাবছেন না মিসবাহ। বরং বিশ্বকাপে নিজেকে মেলে ধরতেই বেশি আগ্রহী এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

বলেন,“বিশ্বকাপে অংশগ্রহণ প্রত্যেক পেশাদার ক্রিকেটারের জন্য সম্মানের। সত্যি বলতে কি এটা স্বপ্নের বাস্তবায়নও। এজন্য আমি মুখিয়ে আছি, কখন শুরু হবে বিশ্বকাপ। ”

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপের বাকি দলগুলো হলো-অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও কানাডা। ২৩ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।