ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ইডেনে হচ্ছে না ভারত-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
ইডেনে হচ্ছে না ভারত-ইংল্যান্ড ম্যাচ

মুম্বাই: বিশ্বকাপ দোরগোড়ায় অথচ এখনো শেষ হয়নি কলকাতা ইডেন গার্ডেনের সংস্কার কাজ। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী ২৭ ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি এই মাঠে না করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ভারতের বিশ্বকাপ ভেন্যুগুলো আইসিসির পরিদর্শক দল পর্যবেক্ষণের দুইদিন পর এই সিদ্ধান্ত জানালো আইসিসি। পরিদর্শক দলের মতে, সংস্কার কাজ খুব মন্থর গতিতে এগোচ্ছে। এ অবস্থায় ২৭ ফেব্রুয়ারির আগে ইডেন খেলার জন্য প্রস্তুত হতে পারবে না।

ইডেনের বাতিল হওয়া ম্যাচটি কোথায় হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের অন্যতম এই স্টেডিয়ামে ১৯৮৭ সালে বিশ্বকাপ ফাইনাল ও ১৯৯৬ এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad