ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কোচের দায়িত্ব নিয়ে ভাবছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বুয়েনস আইরেস: আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিয়ে ভাবনায় আছেন দেশটির ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। দলের দায়িত্ব ছেড়ে দেবেন কি না দ্বিধায় ভুগছেন তিনি।

তবে কোচ হিসেবে ম্যারাডোনার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এ সপ্তাহেই।  

বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন ম্যারাডোনা। এরপরেই জানিয়ে দেবেন নিজের সিদ্ধান্ত।

কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে দক্ষিণ আফ্রিকাকে বিদায় জানায় আর্জেন্টিনা। ব্যর্থতা মেনে নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ।

কিন্তু দেশে ফেরার পর দলের ব্যর্থতা নিয়ে সামান্যও সমালোচিত হননি ম্যারাডোনা। উল্টো আর্জেন্টাইনরা বীরের সম্মান দিয়েছে তাঁকে। এক পার্লামেন্ট সদস্য ম্যারাডোনার সম্মানে মূর্তি গড়ারও প্রস্তাব দিয়েছেন। জনগণের ভালবাসার কাছে পদত্যাগ ভাবনা নিয়ে দ্বিধায় পড়তে হয় আজেন্টাইন ফুটবল কিংবদন্তিকে।

এদিকে দেশটির রাষ্ট্রপ্রধান ক্রিস্টিনা ফার্নান্দেজও কোচের পদে থাকতে অনুরোধ জানিয়েছেন ম্যারাডোনাকে।
রাষ্ট্রপতি বলেন,‘‘আপনি সেখানেই (কোচের দায়িত্বে) থাকুন। ’’

তিনি আরো বলেন,‘‘ফুটবল মাঠে ম্যারাডোনার মতো কোনো আর্জেন্টিনা খেলোয়াড়ই আমাদেরকে এতটা সুখ দিতে পারেনি। ’’

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।