ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

হল অব ফেমে ইমরান খান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের হল অব ফেমে জায়গা করে নিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। চতুর্থ পাকিস্তানি হিসেবে তিনি এ সম্মান পেলেন।


লর্ডসে আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাতের কাছ থেকে বুধবার সম্মানিত ক্যাপ গ্রহণ করেন।


আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচে দেখতে লর্ডসে পাকিস্তানের সভাপতি এবং আইসিসির পরিচালক ইজাজ বাটের সফর সঙ্গী হয়েছেন হারুন।


হল অব ফেম নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ইমরান খান বলেন,“আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছি। এমনকি বিশ্বকাপও। কিন্তু এ সম্মান অনেক বড়। ”


এর আগে ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদ এবং ওয়াসিম আকরাম এ সম্মান পেয়েছেন।


বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।