ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

প্যারিস: ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্বকাপ জয়ী স্পেন। বুধবার সংস্থাটি র‌্যাঙ্কিংয়ের এ খবর প্রকাশ করে।



ভিসেন্ত দেল বস্কের দল বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায়।

ফাইনালিস্ট নেদারল্যান্ডস দ্বিতীয় আর ব্রাজিল আছে তৃতীয় স্থানে। চতুর্থ হয়েছে জার্মানি। আর পঞ্চম আর্জেন্টিনা। ৪০ বছর পর সেমিফাইনালে খেলা উরুগুয়ের অবস্থান এরপরেই।

এছাড়া ইংল্যান্ড (সপ্তম), পর্তুগাল (অষ্টম), মিশর (নবম) ও র‌্যাঙ্কিংয়ের দশমস্থানটি আছে চিলির দখলে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ছয় থেকে নেমে গেছে ১১ নম্বরে। ফ্রান্স ১২ থেকে হয়েছে ২১তম। পাশাপাশি এশিয়ার দেশ জাপান র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বর থেকে উঠে গেছে ১৩তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।