ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

অনুতপ্ত নন ওয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

লন্ডন: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে অতিমাত্রায় কার্ড দেখানো নিয়ে সমালোচনা হলেও একেবারেই অনুতপ্ত নন ম্যাচ রেফারি হাওয়ার্ড ওয়েব।

কঠিন পরিস্থিতিতে তার সামর্থ্যরে সবটুকু দিয়েই দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন ইংল্যান্ডের এ রেফারি।

সাফ জানিয়েছেন, যা করেছেন সেজন্য মোটেই অনুতপ্ত নন তিনি।

এক বিবৃতিতে ওয়েব বলেন,‘‘অনেকেই খেলায় রেফারিদের বেশি হস্তক্ষেপ পছন্দ করেনি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কঠোর হতে হয়েছে। ”

তিনি আরো বলেন,‘‘খুবই কঠিন একটা ম্যাচ ছিল। যার নিয়ন্ত্রণ করা সহজ ছিলো না। যেকোনো রেফারির জন্যই কাজটি কঠিন হতো। ”
 
রেফারির অতিরিক্ত হস্তক্ষেপের কারণে ফাইনাল ম্যাচটি স্বাভাবিক গতি হারিয়েছে বলে অনেকেই মনে  করেন। বিশেষত নেদারল্যান্ডস খেলোয়াড়রা তার আচরণে একেবারেই নাখোশ।

রোববারের ওই ম্যাচে আট ডাচ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান ওয়েব। যার মধ্যে এভারটন তারকা জন হেইটিঙ্গাকে দুবার কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।

মঙ্গলবার দেশে ফিরে গেছেন শিরোপা নির্ধারণী ম্যাচে রেকর্ড ১৪ কার্ড ব্যবহার করা এই ইংলিশ রেফারি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।