ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

জাতীয় দাবায় সাগর-শাকিলের আধিপত্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, জুলাই ১৩, ২০১০
জাতীয় দাবায় সাগর-শাকিলের আধিপত্য

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক ৩৬তম জাতীয় দাবায় সমান তালে এগোচ্ছেন ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।

একাদশ রাউন্ড শেষে সাড়ে নয় পয়েন্ট করে নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন তারা।

আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। আধাপয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।

মঙ্গলবার দাবা কে শাকিল ফরাশগঞ্জের মিজানুর রহমান লাবুকে এবং সাগর তিতাসের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারান।

রিফাত ওয়াক-ওভার পান মাহতাবউদ্দিন আহমেদের কাছে। এছাড়া জয় পেয়েছেন পরাগ আরমান, গোলাম মোস্তফা ভূঁইয়া, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ এবং বসির মেমোরিয়ালের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।