ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

হলুদ কার্ডের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

জোহানেসবার্গ: এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কারণ এই টুর্নামেন্ট উপহার দিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

সঙ্গে যোগ হয়েছে আরেকটি রেকর্ড। সেটা হলো সর্বোচ্চ কার্ডের ম্যাচ।

স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার খেলায় উভয় দল মিলে পেয়েছে ১৩টি হুলুদ কার্ড। যার একটি পরে লাল কার্ড হয়ে যায়। সেটি জুটেছে হেইটিঙ্গার ভাগ্যে।

স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। যার গোলে লা রোজাদের এই খেতাব অর্জন সম্ভব হয়েছে সেই আন্দ্রেস ইনিয়েস্তাও পেয়েছেন একটি হুলুদ কার্ড।

ম্যাচ রেফারি ইংলিশম্যান হাওয়ার্ড ওয়েব ডাচদের দেখিয়েছেন আটটি হলুদ কার্ড। স্পেনের খেলোয়াড়রাও বাদ যাননি। তাদের পাঁচজনকে কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে অন্য কোন বিশ্বকাপের ফাইনালে এতো বেশি কার্ডের ছড়াছড়ি হয়নি। আগের বিশ্বকাপের ফাইনালে কার্ড ছিলো চারটি। সে ম্যাচে জিনেদিন জিদান পেয়েছিলেন লাল কার্ড। এ দিক দিয়ে কার্ডের অতীত রেকর্ড ছাড়িয়ে গেলো ভুভুজেলার বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘন্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad