ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

জমকালো সমাপনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
জমকালো সমাপনী অনুষ্ঠান

জোহানেসবার্গ: উদ্বোধনীর মতো বিশ্বকাপের সমাপনীটাও হলো জমকালো। জোহানেসবার্গ সকার সিটির স্টেজ মাতালেন কলাম্বিয়ান পপ গায়িকা শাকিরা।



অনুষ্ঠানের শুরুতেই অনিন্দনীয় কণ্ঠ আর নাচের তালে তালে দর্শকদের উদ্দীপ্ত করেন তিনি। তাঁর গানে অংশ নিয়েছেন ৭০০ জন সহশিল্পী।

লেজার শোতে ফুটিয়ে তোলা হয় অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা, আফ্রিকা মহাদেশের মানচিত্র এবং বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আতশবাজির ফোয়ারা তো ছিলোই। এরপর একে একে আফ্রিকান শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। আঞ্চলিক সংস্কৃতি ফুটে ওঠে তাদের পারফর্মে।

যার জন্য বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, সেই জীবন্ত কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার উপস্থিতিতে পরিবেশন করা হয় সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭টি দেশের রাষ্ট্র প্রধান, রাজপরিবারের সদস্যবর্গ এবং হলিউডের একঝাঁক তারকা।

২১৫টি দেশের ৭০০ মিলিয়নেরও অধিক মানুষ টিভি পর্দায় অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করে। স্টেডিয়ামে উপস্থিত থেকে জমকালো অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন প্রায় লাখ খানেক দর্শক।
 
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘন্টা,  জুলাই ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad