ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপ টিকিট রহস্য!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
বিশ্বকাপ টিকিট রহস্য!

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘারে চাপিয়ে বিশ্বকাপের টিকিটের গোলমেলে হিসাব দিয়েছিলেন বিসিবির টিকিট এন্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম। খবর প্রকাশ হলে গোলমাল বাঁধে।

টিকিট নিয়ে এবার চমক জাগানো তথ্য দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতি ম্যাচের জন্য টিকিট বিক্রি করা হবে ২৪,২৩৯টি। আইসিসি নেবে ১২৭০টি। অথচ একদিন আগে জানানো হয়েছিলো মাত্র ১৫ হাজার টিকিট দর্শকদের জন্য বিক্রি করা হবে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ হাজার ৮৩৯ আসনের মধ্যে দর্শকদের জন্য টিকিট বিক্রি হবে ১৬ হাজার ৫৭৯টি। বাকি ১২৭০ টিকিট পাবে আইসিসি।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৭,৭৪২ আসনের মধ্যে ১৬, ৪৭২ টিকিট। এখান থেকেও আইসিসি পাবে ১২৭০টি টিকিট।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।