ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রচারে নামবে পর্যটন কর্পোরেশন

স্পোর্টসকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে প্রচারে নামবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আইসিসির স্থানীয় পার্টনার হিসেবে প্রচারের সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।



২০১১ সালের ফেব্রুয়ারি এবং মার্চে হবে বিশ্বকাপের খেলা। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই সুযোগে সাত কোটি টাকার বিনিময়ে আইসিসির স্থানীয় পর্টনার হওয়ার সুযোগ পায় পর্যটন কর্পোরেশন।

বুধবার স্থানীয় এক হোটেলে পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ওয়েব পোর্টাল, টিভি বিজ্ঞাপন এবং সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে পর্যটক আকর্ষণীয় কেন্দ্রগুলো বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হবে।

সরকারের কাছ থেকে মোট সাড়ে আট কোটি টাকা অনুদান পায় পর্যটন কর্পোরেশন। আইসিসিকে চুক্তি ফি দেওয়ার পরে ফান্ডে জমা আছে দেড় কোটি টাকা। প্রচারণার কাজে সেখান থেকে খরচ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।