ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ এখন ব্রা‏হ্মণবাড়িয়ায়

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ এখন ব্রা‏হ্মণবাড়িয়ায়

ব্রা‏হ্মণবাড়িয়া: বিশ্বকাপের বাকি আর মাত্র ৫৮ দিন। বিশ্বকাপের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে পথযাত্রা ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ এখন পৌঁছেছে ব্রাহ্মণবাড়িয়ায়।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে সোমবার ঢাকা থেকে শুরু হওয়া এ পথযাত্রা মঙ্গলবার রাতে সিলেট হয়ে ব্রা‏হ্মণবাড়িয়ায় পৌঁছে। এরপর বুধবার সকালে জেলার লোকনাথ ট্যাঙ্কেরপাড় থেকে যাত্রা শুরু করে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা শহর প্রদক্ষিণ করে পথযাত্রাটি।

‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ পথযাত্রাটি প্রতিদিন দু’টি করে দেশের মোট ৬৪টি জেলায় ঘুরবে। ফেব্রুয়ারির ১৭ তারিখ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের।

বাংলাদেশ সময়: ১৪৪১, ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।