ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

নেপাল মহিলা ফুটবলের প্রাণ যমুনা

আহসান হাবিব, কক্সবাজার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, ডিসেম্বর ২০, ২০১০
নেপাল মহিলা ফুটবলের প্রাণ যমুনা

কক্সবাজার: পেশায় একজন পুলিশ সদস্য। দেশ সেবাই যার ধ্যানজ্ঞান।

দেশ সেবার হাতিয়ার ফুটবল। পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের সুনাম আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিচ্ছেন নেপালি মেয়ে যমুনা।

তার নেতৃত্বেই মহিলা ফুটবলে এগিয়ে যাচ্ছে হিমালয়ের দেশ নেপাল। প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিয়ে রৌপ্য জেতে যমুনার দল। সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন।

বাংলাদেশেও দারুণ খেলছে যমুনার দল। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে, পরের ম্যাচে আফগানিস্তানকে ১৩-০ তে এবং শেষ ম্যাচে পাকিস্তানকে ১২-০ ব্যবধানে বিধ্বস্ত করে নেপাল। তিন ম্যাচ মিলে অধিনায়ক নিজে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন আটবার।

যমুনার বাবা চাকরি করতেন ভারতের পুলিশ বিভাগে। অবসর জীবন কাটাতে পাড়ি জমিয়েছেন হংকংয়ে। বাবা যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু যমুনার। তবে স্থান কাল ভিন্ন। ভারতে নয় নিজদেশ নেপালি পুলিশ তিনি।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।