ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপ জিতবে বাংলাদেশ: রোড’ শোতে আহাদ আলী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
বিশ্বকাপ জিতবে বাংলাদেশ: রোড’ শোতে আহাদ আলী

ঢাকা: শুরু হলো ২০১১ ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা অভিযান রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার জাতীয় ঈদগাহ থেকে পল্টন ময়দান পর্যন্ত শোভাযাত্রা হয়।

এক রোড’শো করতে গিয়েই গুলিয়ে ফেলে বিশ্বকাপ সহ-আয়োজক বাংলাদেশ। বিকেল তিনটায় শোভাযাত্রা শুরুর কথা থাকলেও ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের গাফিলতিতে নির্ধারিত সময়ে তা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল (এমপি) নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহর সামনে উপস্থিত হলেও বিসিবি প্রধান আ হ ম মোস্তফা কামাল তখন হোটেল পূর্বানীতে সভা করছিলেন। মন্ত্রীর ফোন পেয়ে বিসিবি কর্মকর্তাদের হুশ ফেরে।

রোড’শো শেষে পল্টন ময়দানের পার্কিং এলাকার মঞ্চে বিশ্বকাপ নিয়ে অনেক আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী এবং বিসিবি কর্মকর্তারা। আহাদ আলী সরকার তো বলেই বসেন, সবাইকে হারিয়ে শিরোপা জিতবে বাংলাদেশ। এখানেই শেষ নয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের নাম ভুল করেন। ওয়েস্ট ইন্ডিজকে ঢাকায় ধবলধোলাই করেছে টাইগার বাহিনী। এলোমেলো এমন অনেক কথা।

ক্রীড়ামন্ত্রী একা নান। বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটর (এলওসি) আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন টুটুল জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যানের নাম ঠিক বলতে পারেননি। বলেন,“জাভেদ গোলাম ওমর গুল্লু”। অথচ বিসিবির প্রভাবশালী একজন পরিচালক দেওয়ান শফিউল আরেফিন। সাবেক ক্রিকেটারও বটে। ”

তবে কর্মকর্তাদের ভুলভাল মেনে নিয়েও রোড’শো অনুষ্ঠান উপভোগ করতে ভীড় জমিয়ে ছিলেন ক্রিকেট অনুরাগী মানুষ। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করে লালন ব্যান্ড।

জাভেদের সঙ্গে র‌্যালিতে ছিলেন সাবেক পেসার মোহাম্মদ শরিফ। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যা কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।