ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ইনিংস ব্যবধানে হার ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
ইনিংস ব্যবধানে হার ভারতের

সেঞ্চুরিয়ান: ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সোমবার প্রোটিয়াসরা ইনিংস ও ২৫ রানের ব্যবধানে হারায় ভারতকে।

এ জয়ের মধ্যদিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গ্রায়েম স্মিথের দল।

ভারত: প্রথম ইনিংস: ১৩৬, দ্বিতীয় ইনিংস-৪৫৯
দক্ষিণ আফ্রিকা: ৬২০/৪ডি.
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫ রানে জয়ী

আগের দিনের আট উইকেটে ৪৫৪ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দলের সঙ্গে ৫ রান যোগ হতেই গুটিয়ে যায় ভারত। শেষপর্যন্ত টেস্টে ৫০টি শতক হাঁকানো শচীন ১১১ রানে অপরাজিত থাকলেও ইনিংস ব্যবধান এড়াতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। মর্কেলের বলে শ্রীশান্ত ও ডেল স্টেইনের বলে জয়দেব উনাদকাত ক্যাচ আউট হলে থেমে যায় ভারতীয় ইনিংস।

প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ভারত তুলেছিলো ১৩৬। জবাবে জ্যাক ক্যালিসের হার না হানা ২০১ রানের সুবাদে চার উইকেটে ৩২০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

দুই ইনিংস মিলিয়ে সাতটি করে উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেল ও ডেল স্টেইন। এজন্য মর্কেল খরচ করেন ১১৪ আর স্টেইন দেন ১৩৯ রান।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন জ্যাক ক্যালিস।

বাংলাদেশস সময়: ১৫৪৯ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।