ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বৃষ্টি দিনেও স্পিনে নির্ভার বাংলাদেশ

সেকান্দার আলী, চট্টগ্রাম থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
বৃষ্টি দিনেও স্পিনে নির্ভার বাংলাদেশ

চট্টগ্রাম: ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় সবগুলো পিচ। অনুশীলনের বৃথা চেষ্টা না করে সাজঘরে আশ্রয় নেন ক্রিকেটাররা।

গুড়িগুড়ি বৃষ্টি ভারি বর্ষণে রূপ নেয়। শেষপর্যন্ত অনুশীলন হয়নি। সাজঘরে ফুটবল বিনোদন হয়। সাকিব, তামিম, মাশরাফি ফুটবলে মগ্ন থাকেন।

আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থাকেন ক্রিকেটের সঙ্গে। ইনডোর নেটে অনুশীলন করেন।

পেসার রুবেল হোসেনকে নিয়ে ল্যাপটপের সামনে বসে পড়েন বোলিং কোচ ইয়ান পন্ট। মনোযোগী দর্শক হয়ে ভিডিও প্রজেকশনে নিজের ভুলগুলো দেখেন। কোচের কাছ থেকে করনীয় সম্পর্কেও জেনে নেন। আরেক পেসার নাজমুল হোসেনকে নিয়ে মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা ব্যস্ত ছিলেন।

এই দৃশ্যগুলো থেকে স্পষ্ট হয়ে উঠে শঙ্কার মুখে চতুর্থ ওয়ানডে। প্রকৃতি খেলার ভাগ্য বিধাতা। বৃষ্টিতে ভিজে বৃথা অনুশীলন করে খুব একটা লাভ হবে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে শেষ অনুশীলন ছাড়াও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে না। হওয়ার কথাও নয়। সিরিজ শুরুর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে কন্ডিশনাল ক্যাম্প করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া বুধবারও একবেলা অনুশীলনের সুযোগ হয়েছে।

উইকেট, মাঠের পরিবেশ সব কিছু স্বাগতিক ক্রিকেটারদের নখদর্পণে। জিম্বাবুয়েকে ঘায়েল করার কৌশলও জানা আছে। উইকেট বিধ্বংসী বাঁহাতি স্পিন বোলাররা তো শিকার বধে ওতপেতে আছেন। রাজ্জাক, নাঈম এবং শুভ ইনডোরে মহড়াও দিয়েছেন। অতএব বলার অপেক্ষা রাখে না খেলা হলে স্পিন নির্ভর আক্রমণ সাজাবে বাংলাদেশ।

অন্তত পেসার মাশরাফি বিন মুর্তজার ধারণা তাই,“চট্টগ্রামের উইকেটে অনেক বেশি টার্ন পাওয়া যায়। এ ম্যাচেও স্পিন নির্ভর দল হবে। তাই বলে আমরা বসে থাকবো না। পেসারদেরও কিছু করার থাকবে। রান চেক দেওয়ার পাশাপাশি ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করবো। ”

আবহাওয়া অনুকূলে থাকলে একাদশে পরিবর্তন আনার পক্ষে নন নির্বাচকরা। প্রধান নির্বাচকের মতে,“জিম্বাবুয়ে পেস বল ভালো খেলে। দক্ষিণ আফ্রিকাতে বিশ্বসেরা পেসবোলারদের বিপক্ষে ৩০০ ওপরে রান তুলেছে। বরং স্পিনে অনেক বেশি দুর্বল। একজন পেসার বাড়িয়ে ওদেরকে সুযোগ দেওয়ার কোন মানে হয় না। ”

তবে রাতে ভারি বৃষ্টি হলে পেসারদের অনুকূলে যাবে উইকেট। পরিস্থিতি বদলে গেলে তিনজন পেসার খেলানোর সিদ্ধান্ত উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে শুভ’র বিকল্প হিসেবে রুবেল হোসেনের খেলার সম্ভাবনা কিঞ্চিৎ থাকবে বৈকি।

আগের ম্যাচে উইকেট পাননি শুভ। রান খরচ হয়েছে বেশি। যদিও খেলার ব্যাপারে আশাবাদী বাঁহাতি এই স্পিনার,“একাদশে পরিবর্তনের বিষয়টি নির্বাচকদের হাতে। তবে আমি সুযোগ পেলে চেষ্টা করবো ভালো করতে। এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। প্রত্যেকের ভালো খেলার তাগিদ থাকে। ”

জিম্বাবুয়ের ভয় রাজ্জাক। আগের তিন ম্যাচে বাঁহাতি এই স্পিনার একাই ধ্বসিয়ে দিয়েছেন সফরকারীদের ইনিংস। শিকার করেছেন ১৩ উইকেট। চট্টগ্রামেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। রাজ্জাক বলছিলেন,“বোলিংটা ভালো করার চেষ্টা করবো। বাকিটা ভাগ্য। ”

চট্টগ্রামের আকাশে থোকা থোকা মেঘ ভাসছে। বিসিবিসি এবং বাংলাদেশের আবহাওয়া বিভাগ আগাম বার্তা দিয়ে রেখেছে শুক্রবার দিনভর বৃষ্টি হবে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এবং তিন আম্পায়ার মাঠ পরিদর্শনে এসেও খেলা আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আম্পায়ার নাদির শহ বাংলানিউজকে জানান,“ব্রড বলেছেন এভাবে বৃষ্টি হলে খেলা হবে না। ”

প্রধান নির্বাচক ভিআইপি গ্যালারিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে মাঠ দেখেন। ভেজা মাঠ দেখে তারও মনে হয়নি খেলা মাঠে গড়াবে। বিশেষ করে আউট ফিন্ডের বড় ঘাস এবং অল্পতেই মাঠ কর্দমাক্ত হওয়ায় রফিকুল আলমকে ভাবনায় পেয়ে বসেছে। অন্য একটি কারণেও চিন্তিত প্রধান নির্বাচক। বলেন,“এই ম্যাচ না হলে একটু চাপ তৈরি হবে। শেষ ম্যাচ জিম্বাবুয়ে কোনভাবে জিতে নিলে সিরিজ ড্র। খেলাটা হলেই ভালো। ”

চট্টগ্রামেও চিরাচরিত ব্যাটিং উইকেট তৈরি হয়েছে। কিউরেটর জাহিদ রেজা বাবু জানান,“ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে উইকেট হয়েছে। আউটফিল্ড আগেও এমন ছিলো। এনিয়ে ভয়ের কিছু নেই। ”

অবশ্য মাশরাফির দৃষ্টিতে উইকেট এবং আউট ফিল্ড দুই দলের জন্যই সমান,“হয়তো এখানে রান একটু কম হবে। এই সমস্যা আমাদের একার নয়। অন্য মাঠে ২৫০ রান হলে এখানে হয়তো ২০ কম হবে। এক্ষেত্রে জিম্বাবুয়েরও ১০/১৫ রান কম করবে। ”

চট্টগ্রামে আগের সফরে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে অলআউট হয়েছে ৪৪ রানে। সে ম্যাচেও দুর্বার ছিলেন স্পিনাররা। ৪৫ রান তুলতে পাঁচ উইকেট খুইয়ে ছিলো বাংলাদেশ। কার্টেল ম্যাচ না হলে শুক্রবারও স্পিনারদের দাপট থাকতে পারে। ম্যাচের ওভার সীমিত হলে একজন স্পিনার কমিয়ে তিন পেসার খেলানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘন্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।