ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মাঠে গড়াল পাইওনিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
মাঠে গড়াল পাইওনিয়ার লিগ

ঢাকা: আনুষ্ঠানিকভাবে পাইওনিয়ার লিগ মাঠে গড়াল বুধবার। তবে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে আগামী সপ্তাহে।

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে লিগের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

এই উপলক্ষ্যে কমলাপুর মাঠে ডিসপ্লেতে অংশ নেয় ৭৮টি দল। এসময় দলগুলোর মধ্যে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে লিগে আর্থিক সহযোগিতারও ঘোষণা দেন তিনি।

প্রতিযোগিতার উদ্বোধন দিনে আয়োজিত এক প্রীতি ম্যাচে অংশ নেয় লিগের দুই দল মনসুর স্পোর্টিং ও নবাবপুর স্পোর্টিং কাব। তবে এখনই মূল লিগের খেলা শুরু হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে সেটা আয়োজন করতে চায় লিগ কমিটি।
 
খেলা পেছানোর বিষয়ে পাইওনিয়ার লিগ কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম পটু বাংলানিউজকে বলেন,‘‘ঢাকার প্রতিটি স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে। এ সময়ে খেলা হলে শিক্ষার্থীদের পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেজন্যই মূল প্রতিযোগিতা কয়েকদিন পিছিয়ে নেওয়া হয়েছে। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি বাদল রায়, মহানগর লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ, স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামসহ ঢাকা মহানগর ও পাইওনিয়ার লিগ কমিটির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়:২০২৫ ঘন্টা, ৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।