ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরিজ স্থগিতের চিন্তা-ভাবনা উভয় বোর্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
সিরিজ স্থগিতের চিন্তা-ভাবনা উভয় বোর্ডের

কলম্বো: শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ স্থগিতের চিন্তা-ভাবনা করছে উভয় দেশের বোর্ড কর্মকর্তারা। বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচনা করেছেন তারা।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ও শনিবার দ্বিতীয় ম্যাচ হওয়ার সূচি থাকলেও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি কোন দলই। খেলার নির্ধারিত ভেন্যু হাম্বানতোতায় তিন দিন আগে পৌঁছেও আউট ফিল্ড ভেজা থাকায় অনুশীলন করতে পারেননি খেলোয়াড়রা।

এর আগে বিরূপ আবহাওয়ার জন্য তিন টেস্টের সিরিজের সবগুলোই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

এই বিষয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানান, উভয় দেশের বোর্ডই সিরিজ স্থগিতের বিষয়ে একমত হয়েছে। তবে জানুয়ারির শেষ দিকে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের সিরিজ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad