ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পাইওনিয়ার লিগ মাঠে গড়াচ্ছে বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
পাইওনিয়ার লিগ মাঠে গড়াচ্ছে বুধবার

ঢাকা: পাইওনিয়ার ফুটবল লিগ প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর খায়েস পূরণ হলো না ঢাকা মহানগর লিগ কমিটির। প্রায় তিনমাস ধরণা দেওয়ার পরেও প্রধানমন্ত্রীর সূচি পাওয়া যায়নি।

শেষে বাধ্য হয়ে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

বুধবার থেকে শুরু হচ্ছে ডিসিসি পাইওনিয়ার লিগের (অনূর্ধ্ব ১৬) খেলা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

প্রায় ৮০টি দল নিয়ে হচ্ছে এবারের প্রতিযোগিতা। মহানগরের পাঁচটি অঞ্চলে খেলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম ও লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘন্টা, ৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।