ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পাল্লেকেলে টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

পাল্লেকেলে: শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট ম্যাচের ফলাফল অনেকটা আগেই জানা ছিল। বৈরী প্রকৃতির কারণে লড়াই ছাড়াই ড্র মেনে নিতে হয়েছে দুই দলকে ।



পাল্লেকেলেতে তৃতীয় টেস্টে বৃষ্টির কারণে পাঁচ দিনে খেলা হয়েছে মাত্র ১০৩ ওভার। এরমধ্যে তৃতীয় ও পঞ্চম দিনে কোনো খেলাই হয়নি। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও অমীমাংসিতভাবেই শেষ হলো।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ৩০৩/৮ (১০৩.৩ ওভার)

বুধবার শুরু হওয়া এ টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারনে মাত্র ৪০ ওভার খেলা হয়। দ্বিতীয় দিনেও বিলম্বিত ম্যাচে আরো ৪১ ওভার খেলে পাঁচ উইকেটে ২৪৪ সংগ্রহ করে সফরকারীরা।

চতুর্থ দিন মাত্র ২২.৩ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় আট উইকেটে ৩০৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান করেন ড্যারেন ব্রাভো (৬৮)। এছাড়া ব্রেন্ডন নাশ ৬৭, ডেভন স্মিথ ৫৫ ও শিবনারায়ন চন্দরপল করেন ৫৪ রান।

স্বাগতিকদের পক্ষে ৫৪ রানে চার উইকেট পান রঙ্গনা হেরাথ। এছাড়া অজন্তা মেন্ডিস শিকার করেন দুটি উইকেট।

বৃহস্পতিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হামবানটোটায় আবারো মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘন্টা, ডিসেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।