ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

চাকুরি স্থায়ী হতে পারে বাতিস্তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বুয়েনস আইরেস: আর্জেন্টিনা ফুটবল দলের অন্তবর্তী কোচ সার্জিও বাতিস্তাই শেষ পর্যন্ত স্থায়ীভাবে ওই পদে থেকে যেতে পারেন বলে আভাস দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুক্রবার অ্যাসোসিয়েশন সভাপতি হুলিও গ্রন্দোনা ইঙ্গিত দিয়েছেন, আয়ারল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে জিতলে কোচের পদে স্থায়ী করা হতে পারে বাতিস্তাকে।

আয়ারল্যান্ড ও স্পেনের বিপক্ষে জয় পেলে বাস্তিতাকে স্থায়ীভাবে কোচ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে গ্রন্দোনা বলেন,‘‘হতে পারে। তবে কোচের জন্য সবার দরজাই খোলা রয়েছে। ’’
আগামী ১১ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেপ্টেম্বরের  তারিখে।

মঙ্গলবার এএফএ ম্যারাডোনার সঙ্গে নতুন চুক্তিতে সম্মত না হওয়ায় অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পান বাতিস্তা। যিনি যুব দলের কোচ হিসেবে আর্জেন্টিনাকে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণ পদক এনে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘন্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।