ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

অনূর্ধ্ব-১৯ ইউরো শিরোপা ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
অনূর্ধ্ব-১৯ ইউরো শিরোপা ফ্রান্সের

প্যারিস: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফরাসি জাতীয় দলের ব্যর্থর দুঃখ কিছুটা হলেও ঘোঁচাতে পেরেছে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ফ্রান্সের যুবদলটি।



শুক্রবার দক্ষিণ ফ্রান্সের কায়ানের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে তারা। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সাফল্য ঘরে তোলে দলটি।     

খেলার ১৮ মিনিটে কোলির গোলে এগিয়ে যায় স্পেন। পিছিয়ে পড়ে চুপসে যায়নি ফরাসি যুবকরা। বরং বিরতির পর দারুণভাবে সমতায় ফেরে। খেলার অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় অ্যালেক্সান্দ্রে লাকাজেত্তির গোলে বিজয়ের হাসি হাসে স্বাগতিকরা।

টুর্নামেন্টে তিন গোল করা স্ট্রাইকার কাদ্রিক বাকাম্বু বলেন,“এটা ম্যাজিক আর অসাধারণ জয়। ”

সত্যিই তাই। দক্ষিণ আফ্রিকায় অ্যানেলকা, অঁরি আর রিবেরিরা যা পারেননি। তাই করে দেখালেন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।