ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপের স্বেচ্ছাসেবক নিয়োগের ভুয়া ফরম বিক্রিকারী যুবক জেল হাজতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
বিশ্বকাপের স্বেচ্ছাসেবক নিয়োগের ভুয়া ফরম বিক্রিকারী যুবক জেল হাজতে

ঢাকা: আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে স্বেচ্ছাসেবক নিয়োগের ভুয়া ফরম বিক্রির অভিযোগে রোববার রাতে গ্রেপ্তারকৃত জাহেদুর রহমান ওরফে শাওনকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির নিরাপত্তা বিষয়ক পরিচালক কর্নেল (অব.) মেজবাহ উদ্দিন সেরনিয়াবাত ফরম বিক্রির সময় শাওনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

রাত সাড়ে নয়টায় শাওনকে গ্রেফতারের পর রাতেই তার বিরুদ্ধে জনৈক দীপ্ত নামে এক যুবক বাদী হয়ে থানায় প্রতারণা ও অর্থ আত্মসাত সংক্রান্ত একটি মামলা দায়ের করে। সোমবার সকাল দশটায় শাওনকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

কলেজ ছাত্র শাওনের বাবার নাম জামাল হোসেন। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনের ৫০ নম্বর বাসায় থাকেন।

এসআই রফিক বাংলানিউজকে আরও জানান, শাওন বেশ কিছুদিন ধরে বিশ্বকাপ উপলক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগের কথা বলে ভুয়া ফরম বিক্রির মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ছিল শাওনের ফরম বিক্রির মূল শিকার।

এসআই রফিক বলেন, শাওন গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই প্রতারণার শিকার বেশ কিছু যুবক থানার সামনে হাজির হন। তারা শাওনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।