ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

আফগানিস্তানকে উড়িয়ে সেমিতে নেপাল

স্পোর্টস করেসপন্ডেন্ট, কক্সবাজার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
আফগানিস্তানকে উড়িয়ে সেমিতে নেপাল

কক্সবাজার: সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। মঙ্গলবার প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের খেলায় তারা ১৩-০ গোলে বিধ্বস্ত করে আফগানিস্তানকে।



কক্সবাজার জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে নেপাল মুখোমুখি হয় দুর্বল দল আফগানিস্তানের। শুরু থেকেই মেয়েদের ফুটবলে নবিশ আফগানিস্তানকে নিয়ে ছেলেখেলা করে লাল জার্সিধারীরা। খেলার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই গোলউৎসব শুরু নেপালর। প্রথমার্ধেই সাতটি গোল আদায় করে নেয় তারা।

বিরতির পরও আফগানদের গোলবন্যায় ভাসিয়ে দেয় একাদশ এসএ গেমসে রৌপ্য বিজয়ী নেপাল দল। এই অর্ধে আরো ছয়টি গোল করে নেপাল। চারটি করে গোল করেন স্ট্রাইকার অনু লামা ও অধিনায়ক যমুনা গুরাং। এ নিয়ে প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন অনু লামা। এছাড়া প্রমীলা রায় দুটি, লক্ষ্মী, সাজানা ও দীপা একটি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘন্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।