ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশের লক্ষ্য ১৮৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
বাংলাদেশের লক্ষ্য ১৮৯

চট্টগ্রাম: ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে জিম্বাবুয়ে।

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ১৮৮ রান তুলে জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন টাতেন্ডা টাইবু। এছাড়া ৪৬ রান করেন ক্রেইগ আরভিন।

তিনটি উইকেট নেন সাকিব আল হাসান। এজন্য তিনি খরচ করেন ৫৮। এছাড়া ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো সিরিজের চতুর্থ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।