ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৪৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৪৫

অ্যাডিলেড: অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে ২৪৫ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে রানের খাতা খুলেছে ইংল্যান্ড।



শূন্য রানে ক্রিজে আছেন অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১/০(১ ওভার)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৪৫/১০(৮৫.৫ ওভার)

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। প্রথম ওভারের চতুর্থ বলেই রান আউটের ফাঁদে পড়ে খালি হাতেই সাজ ঘরে ফেরেন সাইমন ক্যাটিচ। ঠিক পরের বলেই অ্যান্ডারসনের বলে গ্রায়েম সোয়ানের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক রিকি পন্টিং।

ফলে বিনা রানেই দুই উইকেট হারায় অসিরা। তৃতীয় ওভারের প্রথম বলেই মাইকেল কার্ককে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বিপর্যয় ডেকে আনেন অ্যান্ডারসন। তার আউটসুইং বলে গ্রায়েম সোয়ানের হাতে ক্যাচ তুলে দেন কার্ক।

চতুর্থ উইকেটে শেন ওয়াটসন ও মাইক হাসির ৯৪ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় অস্ট্রেলিয়া। এই জুটিতেও ভাঙ্গন ধরান অ্যান্ডারসন। ওয়াটসনকে (৫১) জেমস পিটারসনের তালুবন্দী করেন তিনি।

তবে উইকেটের একপ্রান্ত আগলে রেখে দলীয় ইনিংসকে এগিয়ে নিতে থাকেন মাইক হাসি। শতক থেকে মাত্র সাত রান দূরে থাকতে (৯৩) সোয়ানের বলে কলিংউডের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন। এ সময় দলের সংগ্রহ দাড়ায় ছয় উইকেটে ২০৭ রান। তার আগেই অবশ্য বিদায় নেন মার্কাস নর্থ (২৬)।

২০৭ রানেই সপ্তম উইকেটের পতন ঘটে অসিদের। রানের খাতা খোলার আগেই সোয়ানের এলবিডব্লুর ফাঁদে পড়েন রায়ান হ্যারিস। ব্র্যাড হ্যাডিন (৫৬) ছাড়া পরবর্তী ব্যাটসম্যানদের কেউই আর বড় স্কোর করতে পারেননি। মাত্র ৩৮ রানের মধ্যেই পতন ঘটে অসিদের বাকি চারটি উইকেটের।

৫১ রানে চার উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংসে ধস নামান অ্যান্ডারসন। এছাড়া সোয়ান ৭০ রানে  দুটি উইকেট নেন।   স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিন পান একটি করে উইকেট।

পাঁচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ঘন্টা, ডিসেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।