ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সাইক্লিংয়ে উদ্বোধনী দিনে প্রাধান্য বিজেএমসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
সাইক্লিংয়ে উদ্বোধনী দিনে প্রাধান্য বিজেএমসির

ঢাকা: এনসিসি ব্যাংক ৩৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার। উদ্বোধনী দিনে ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিটিতেই স্বর্ণ জিতেছেন বিজেএমসির খেলোয়াড়রা।

দিনের প্রথম ইভেন্ট মহিলাদের ১২ কিলোমিটার ট্র্যাক স্টার্টে বিজেএমসির সোনিয়া ইয়াসমিন অভি ২৭:০০.২১ মিনিট সময় নিয়ে জেতেন স্বর্ণ পদক। এই ইভেন্টে আনসারের শরীফা আক্তার ২৭:০১.০০ মিনিট সময় নিয়ে রৌপ্য এবং একই দলের নাবিলা ইসলাম মালা জেতেন ব্রোঞ্জ। এজন্য তিনি সময় নেন ২৭:০৩.০০ মিনিট।

১২০০০ মিটার পয়েন্ট রেসে বিজেএমসির শহিদুল ৩২ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক লাভ করেন। এই ইভেন্টে বিডিআরের মনোয়ার ২৬ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং বিজেএমসির স্বপন আলম ২২ পয়েন্ট নিয়ে পান ব্রোঞ্জ পদক।

মহিলাদের ৪০০০ মিটার পয়েন্ট রেসে বিজেএমসির ফারহানা সুলতানা শীলা স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে  আনসারের ফতেমা খাতুন রৌপ্য এবং বিজেএমসির সাথী বিশ্বাস ব্রোঞ্জ জেতেন।

এছাড়া পুরুষদের ২৪ কিলোমিটার টিম টাইম ট্রায়ারে বিজেএমসির মনছুর আলী, শহিদুল, মিজানুর ও আলমগীর স্বর্ণ জেতেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘন্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।