ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় সাইক্লিং শুরু শুক্রবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

ঢাকা: শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩৪তম এনসিসি ব্যাংক জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা।

চারদিনের প্রতিযোগিতায় ২৩ টি ইভেন্টে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।

পুরুষদের ১২টি ও মেয়েদের ১১ টি ইভেন্টে হবে প্রতিযোগিতা। টুর্নামেন্টের সবগুলো ইভেন্টই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

প্রতিযোগিতার বাজেট প্রায় ১৭ লাখ টাকা যার মধ্যে টাইটেল স্পন্সর এনসিসি ব্যাংক প্রদান করবে পাচ লাখ টাকা । এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে আসিয়ান সিটি, পাললিক গ্রুপ, সাউথ ইস্ট ব্যাংক  এবং কেমন বেভারেজ পার্টনার।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ।

এ উপলক্ষে অলিম্পিক ভবনে  আযোজিত সংবাদ সন্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানুসহ সন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।