ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

থাইল্যান্ডের কাছে হেরেছে মহিলা কাবাডি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
থাইল্যান্ডের কাছে হেরেছে মহিলা কাবাডি দল

গুয়াংজু: থাইল্যান্ডের সঙ্গেও পারলো না বাংলাদেশ মহিলা কাবাডি দল। সেমিফাইনালে ৩৮-২৩ পয়েন্টে হেরেছে মালেকা বাহিনী।

গ্রুপ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এবং নেপালের কাছ থেকে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। শীর্ষ চারে জায়গা করে নেওয়ায় ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। সেমিফাইনালে হেরে যাওয়ায় শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে হেরে গেলেও ব্রোঞ্জ পদক পাবে বাংলাদেশ।

এদিকে কারাতে ইভেন্টেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কোন সুযোগ তৈরি করতে পারেনি চিত্রনায়ক রুবেলের খেলোয়াড়রা।

গুয়াংজু সময়: ২১৩৪ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।