ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেন-জার্মানি সমান শক্তির দল: লো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

জোহানেসবার্গ: স্পেনের থেকে পিছিয়ে নেই জার্মানি কোচ জোয়াকিম লো’র এমনই বিশ্বাস।

এএস কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“২০০৮ থেকে ২০১০ এই দু’বছরে অনেক এগিয়েছে জার্মানি।

এখন লা রোজারা আর জার্মানরা সমান শক্তির দল। ”

তবে প্রতিপক্ষকে কোনভাবেই দুর্বল ভাবেন না লো। প্রতিপক্ষের প্রসংশা করে বলেন “অনেক শক্তিশালী হিসেবে স্পেন গত দু’টি বছর পার করেছে। অনেক গোছানো একটি দল। তাদের আছে ধারাবাহিকতা। খেলার কৌশল আর্জেন্টিনার থেকে অনেক ভালো। ”
 
আর্জেন্টাইন দল ও ম্যারাডোনার প্রতি সমবেদনা ঝড়ে পড়ে লো’র কন্ঠে। বলেন,“তাঁর জন্য সত্যিই আমার শুভ কামনা ছিল। কিন্তু কিছু করার ছিল না। তিনি ও তাঁর মেয়ে দু’জনেই কাঁদছিলেন। এটা সত্যিই তাদের জন্য খুব কষ্টের সময় গেছে। আমি জানি ম্যারাডোনা তখন কতটা কষ্ট পাচ্ছিলেন। ”

বাংলাদেশ সময়: ২২০৫ ঘন্টা, ০৫ জুলাই,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।