ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রিকেটের মাঠে বলিউড তারকারা

স্পোর্টস করেসপন্ডেন্ট, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১
ক্রিকেটের মাঠে বলিউড তারকারা

মুম্বাই: মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখার একটা সংস্কৃতি আছে বলিউড তারকাদের মধ্যে। বিশেষ করে ভারতের খেলা থাকলে তো কথা নেই, দলবল নিয়ে মাঠে হাজির।

শনিবার ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালের খেলা দেখতেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিত্র জগতের তারকাদের ভিড় পড়ে গিয়েছিলো।

আমির খান, আসিফ আলী খান, রজনী কান্ত, রনবীর কাপুর, অভিষেক বচ্চন, লারা দত্ত, মিনিশা লাম্বা সুনিল শেঠীসহ নামিদামি অনেক তারকাই হসপিটালিটি এবং কর্পোরেট বক্সে বসে খেলা দেখেছেন।

অভিনেতাদের চেয়ে অভিনেত্রীরা এদিক থেকে বেশি এগিয়ে। বন্ধুবান্ধন নিয়ে স্বদলবলে মাঠে এসেছেন তারা। সুনিল শেঠী তো স্ত্রী মানা ও ছেলেকে নিয়ে খেলা দেখেছেন।

অভিষেক বচ্চন আগের দিনই জানিয়েছেন স্বপরিবারে ভারত-শ্রীলঙ্কার খেলা দেখবেন। ভারত জিতে গেলে পার্টি করবেন। অনেক তারকাই খেলা দেখার সুতোয় পরিবারকে একটু সঙ্গ দিতে পেরেছেন।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখবেন বলে পরিচালক রিমা কাগতির কাছ থেকে রীতিমতো ছুটি নিয়েছেন। ক্রিকেট পাগল আমির মোহালিতে ভারত-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের খেলাও গ্যালারিতে বসে দেখেছেন।

ভারতের খেলা বিদেশে হলেও বলিউড তারকাদের মাঠে যেতে দেখা যায়। অনেক বলিউড তারকা তো ক্রিকেট নিয়ে ব্যবসায় নেমেছেন। ভারতের প্রিমিয়ার লিগে-আইপিএল এর দল কিংস এলিভেন পাঞ্জাবের অংশিদার প্রীতিজিনতার। শিল্পা শেঠীরও অর্থ বিনিয়োগ করেছেন রাজস্থান রয়ালসে। জুহি চাওলা, শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স। বলিউড তারকারা এখন শুধু ক্রিকেট দেখেনই না ক্রিকেট নিয়ে ব্যবসাও করেন।

ভারতীয় সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad