ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

এক হচ্ছে মর্যাদাপূর্ণ দুই বর্ষসেরা পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, জুলাই ৫, ২০১০

জোহানেসবার্গ: বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ দু’টি পুরস্কার ফিফা ও ইউরোপিয়ান বর্ষসেরা আগামী বছর থেকে আলাদা থাকছে না। বর্ষসেরা ফুটবলারা এখন থেকে ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার পাবেন ।



সোমবার এ ব্যাপারে যৌথ ঘোষণা দেন ফরাসি ফুটবল প্রকাশক মারি ওদিলি আমুরি ও ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আগামী জানুয়ারিতেই দেওয়া হবে নতুন এ পুরস্কার।

১৯৫৬ সাল থেকে  ইউরোপীয় বর্ষসেরার পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। শুরুর দিকে কেবল ইউরোপিয়রা এই পুরস্কার পেতেন। পরে উন্মুক্ত করে দেওয়া হয়। পারফরমেন্সের বিচারে বিশ্বের যেকোনো ফুটবলার সেরার পুরস্কার জিতে নিতে পারে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটেই বর্ষসেরা ফুটবলার নির্ধারণ করা হয়।

অন্যদিকে ফিফা ১৯৯১ সাল থেকে বর্ষসেরার পুরস্কার প্রবর্তন করে। জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচদের ভোটে ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘন্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।