ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

মুলারের বিকল্পের খোঁজে জোয়াকিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
মুলারের বিকল্পের খোঁজে জোয়াকিম

কেপটাউন: দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলছেন জার্মানির থমাস মুলার। চারটি গোলও করেছেন।

তবে পর পর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। এজন্য কোচ জোয়াকিম লো তাঁর বিকল্পের সন্ধানে নেমেছেন।

জোয়াকিম বলেন,“গোল মুখে প্রতিপক্ষের কাছে মুলার নিজেকে ভয়ঙ্কর হিসেবে চিনিয়েছে। তবে আমাদের খেলোয়াড় আছে। যাকে ওর পরিবর্তে নামানো যাবে। ”

কোচের পছন্দের তালিকায় আছেন পোল্যান্ডের বংশো™ভূত হামবুর্গের মিডফিল্ডার পিওতর ত্রোচোভস্কি। এছাড়া রয়েছেন টনি ক্রসও। ২০ বছর বয়সী টনি হচ্ছেন অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০০৭ এর তারকা খেলোয়াড়।  

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার মুলার নকআউটে ইংল্যান্ডের বিপক্ষে হলুদ কার্ড দেখেন। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও একটি। তাই নিয়মানুযায়ী তৃতীয় ম্যাচ খেলতে পারবেন না ২০ বছর বয়সী এই প্লেমেকার।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘন্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।