ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

হকির শেষ প্রতিপক্ষ ওমান

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
হকির শেষ প্রতিপক্ষ ওমান

গুয়াংজু: এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ওমান। সপ্তম এবং অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে এই দুই দেশ।

অটি হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে হবে খেলা।

দোহা এশিয়ান গেমসে সপ্তম স্থান পেয়েছিলো বাংলাদেশ। গুয়াংজুতেও এসেছে সপ্তম স্থান ধরে রাখতে। অবস্থান ধরে রাখতে চাইলে ওমানকে হারানোর বিকল্প নেই।

গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৩-১, ভারতের কাছে ৯-০ গোলে হারের পর ৭-৩ গোলে জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-১ এবং পঞ্চম স্থান নির্ধাণীতে স্বাগতিক চীনের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ কোচ গেরহার্ড পিটার রাক জয়ের ব্যাপারে আশাবাদী। বলেন,“হকিতে আমাদের চেয়ে অনেক পিছিয়ে ওমান। আমার বিশ্বাস জয় পেতে অসুবিধা হবে না। ”

খেলোয়াড়রাও জয় নিয়ে দেশে ফিরতে আগ্রহী। অধিনায়ক জাহিদ হোসেন বলেন,“আমরা আগের চেয়ে অনেক ভালো হকি খেলছি। পুরো টুর্নামেন্টে ভারতের সঙ্গে যা খারাপ হয়েছে। বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আশা করি ওমানকে হারাতে সমস্যা হবে না। ”

গুয়াংজু সময়: ২১৩৬ ঘন্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।