ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

ভলেন্টিয়ারদের সেবা

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
ভলেন্টিয়ারদের সেবা

গুয়াংজু: একদুজন নয় পাঁচ লাখ ৯০ হাজার ভলেন্টিয়ার। প্রতি আটজনকে সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে একজন করে ভলেন্টিয়ার।

যে কোন প্রয়োজনে সামনে এসে হাজির হন। চব্বিশ ঘন্টা সেবায় নিয়োজিত থাকেন।

ক্রীড়াবিদসহ গেমসের অংশ নিতে আসা প্রতিটি মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছেন ভলেন্টিয়ারদের অকান্ত পরিশ্রম এবং আতিথীয়তা দেখে। রেল স্টেশন থেকে বাস লাইন, খাবার টেবিল পরিষ্কার এমনকি নিচ্ছিদ্র নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ভালেন্টিয়াররাই।

স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবী নারীপুরুষকে নেওয়া হয়েছে ভলেন্টিয়ার হিসেবে। গেমস শুরুর আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে একমাস। সবাইকে শেখানো হয়েছে খেলার পরিচিতি। ক্রিকেট থেকে শুরু করে সফট বল সম্পর্কে ধারণা আছে তাদের।

প্রতিদিন ৬০ হাজার কর্মী এক সঙ্গে কাজ করেন। গেমস টাউনের নিরাপত্তা, খেলার ভেন্যু, মিডিয়া ভিলেজ, অ্যাথলেট ভিলেজে নির্ধারিত ৮ ঘন্টা কাজ করেন প্রত্যেকে। যাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নেওয়া হয়েছে তাদের বেশিরভাগের বসবাস গুয়াংজুতে।

এশিয়ান গেমস শেষে কাজে লাগানো হবে এই ভলেন্টিয়ারদের অনেককে। প্যারা এশিয়ান গেমসেও দায়িত্ব পালন করবেন তারা।

এমন দৃশ্য কী ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে দেখা যাবে?

গুয়াংজু সময়: ২১২৫ ঘন্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।