ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রিকেটে মেয়েদের শেষ, ছেলেরা গুয়াংজুতে

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০
ক্রিকেটে মেয়েদের শেষ, ছেলেরা গুয়াংজুতে

গুয়াংজু: ভোরে গুয়াংজুতে এসে পৌঁছায় বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল। ভ্রমণ ক্লান্তি নিয়েই মেয়েদের ফাইনাল দেখতে গুয়াংগং স্টেডিয়ামে আসেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

কর্মকর্তারাও ছিলেন।

মূলত দুটো উদ্দেশ্য নিয়ে মাঠে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক এবং কোচ ইমরান সারোয়ার। খেলার আগে গুয়াংগং স্টেডিয়ামের উইকেট পরখ করে দেখে নেওয়া। খেলা শেষে উইকেট দেখে অধিনায়ক বাংলানিউজকে জানালেন,“বাংলাদেশের উইকেটের মতোই হবে এখানকার উইকেট। স্পিন ভালো করলেই ম্যাচ জেতা সম্ভব। ”

এশিয়ান গেমসে সরাসরি সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। মালয়েশিয়া এবং চায়নার মধ্যকার জয়ী দলের বিপক্ষে হবে ম্যাচ। ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় মাছে নামবে বাংলাদেশ।

এর আগে দুই দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে। অবশ্য অনুশীলন রাখা হয়েছে সিনথেটিক উইকেটের ওপর। এনিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারে আশরাফুলের দল।

এশিয়ান গেমসে মূলত এ দল পাঠিয়েছে বাংলাদেশ।

গুয়াংজু সময়: ২১১৩ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।