ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০
দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

ঢাকা: ইউবিএস হংকং ওপেনের প্রথম দিন বাজে পারফরমেন্স করলেও দ্বিতীয় রাউন্ডে শুক্রবার ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট কম নিয়ে যুগ্মভাবে ৩৩তম স্থানে উঠে এসেছেন এই বাংলাদেশ গলফার।

হংকং গলফ কাব মাঠে বৃহস্পতিবার ৭০ পারের খেলায় দুই শট বেশি খেলে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। তবে দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে খেলায় ফিরেছেন।   ৬৪ শটে দিনের খেলা (পারের চেয়ে ছয় শট কমে) শেষ করেন তিনি।

শুক্রবার তৃতীয় গর্তে বল ফেলতে এক শট কম নিয়ে দিনে প্রথবারের মতো বার্ডি পান। এছাড়া পঞ্চম, সপ্তম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও ১৭তম গর্তেও বল ফেলতে বার্ডি আদায় করে নেন তিনি। তবে ১৬তম গর্তে বল ফেলতে একটি অতিরিক্ত শট খেলতে হয় তাকে (বগি)।

সিদ্দিকুর দুই রাউন্ড শেষ করেন ১৩৬ শটে। পারের চেয়ে ১৩ শট কম নিয়ে (১২৭) শীর্ষে আছেন ইংল্যান্ডের আয়ান পলটার।

বাংলাদেশ সময়: ২০০২ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।