ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা

গল: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টি বাঁধা হওয়ায় বৃহস্পতিবার চতুর্থদিনের পুরো সময় খেলতে না পারলেও বিনা উইকেটে তাদের সংগ্রহ ৮৯।

এখনো পিছিয়ে আছে ১১৩ রানে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৮০/৯ ডি.
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৮৯ (২২ ওভার), প্রথম ইনিংস: ৩৭৮

প্রথম ইনিংসে ক্যারিবীয় বোলার শেন শিলিংফোর্ড ও কেমার রোচের মারাত্মক বোলিংয়ে ৩৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। যদিও ফলোঅন এড়াতে লঙ্কানদের তখন দরকার ছিলো মাত্র ৩ রানের। পরে সফরকারীরা ফলোঅন ডেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

চতুর্থদিনে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ২২ ওভার। এদিন দারুণ সূচনা করেছেন দুই ওপেনার থারাঙ্গা পারানাভিতানা ও তিলকরত্নে দিলশান। দুইজনই অপরাজিত আছেন সমান ৪৪ রান নিয়ে।

১৪৩ রানে চার উইকেট নেন শিলিংফোর্ড। আর ৭৫ রানে তিন উইকেট নেন কেমার রোচ।

প্রথম ইনিংসে ক্রিস গেইলের ৩৩৩, ব্রেন্ডন ন্যাশের ৬৪ ও ড্যারেন ব্রাভোর ৫৮ রানের সুবাদে নয় উইকেট হারিয়ে ৫৮০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad