ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্যর্থতায় শেষ হলো শ্যুটিংয়ের অভিযান

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
ব্যর্থতায় শেষ হলো শ্যুটিংয়ের অভিযান

গুয়াংজু: ব্যর্থ অভিযান শেষ হলো বাংলাদেশ শ্যুটিং দলের। ছেলে এবং মেয়ে কোন বিভাগেই আশানুরূপ ফল হয়নি বাংলাদেশের।

১০ মিটার এয়ার রাইফেলে আগেই ব্যর্থ হয়েছে। বাকি ছিলো ৫০ মিটার থ্রি পজিশন শ্যুটিং ইভেন্ট। বৃহস্পতিবার তাও শেষ হয়েছে। কিন্তু সেখানেও সুবিধা হয়নি।

এদিকে তায়কোয়ান্দে ধারাবাহিক ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনূর্ধ্ব-৮০ কেজি ওজন শ্রেণীতে মিজানুর রহমান চীনের জাউ লিনের কাছে ০-৬, ০-৬ ব্যবধানে হেরে এশিয়ান গেমস অভিযান থেকে ছিটকে পড়েছেন।

দাবা দলের কোন খোঁজখবর নেই। স্থানীয় সময় গভীর রাতেও ফলাফল পাওয়া যায় না। বক্সিংয়েও মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।

ছেলেদের ক্রিকেট দল শুক্রবার এসে পৌঁছাবে গুয়াংজু এশিয়ান গেমস ভিলেজে।

গুয়াংজু সময়: ১৯২৭ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।