ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ড্র জার্মানির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ড্র জার্মানির

লন্ডন: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বুধবার প্রতিবেশী পুর্তগালের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে দেল বস্কের দল।

গত ৪৭ বছরের মধ্যে এটাই স্প্যানিশদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ১৯৬৩ সালে স্কটল্যান্ডের কাছে তারা হেরেছিলো ৬-২ গোলে। সে যাই হোক, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর চ্যাম্পিয়নরা গত চারটি ম্যাচে গোল হজম করেছে ১২টি। যারমধ্যে আছে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের ম্যাচটিও।

বিশ্বকাপের পর থেকেই ছন্দপতন ঘটেছে ডেভিড ভিয়াদের। যার খেসারত দিচ্ছে দলটি। এক্ষেত্রে ইংল্যান্ডের বিষয়টা একটু ভিন্ন। কারণ বিশ্বকাপের সেই বাজে পারফর্মের কথা ভুলে আবারো ফর্মে ফিরতে মরিয়া ইংলিশরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ফ্রান্স। লঁরা ব্ল্যাঁর শিষ্যরা ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফ্যাবিও ক্যাপেলোর দলকে।

এদিকে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানি। আর ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ইতালি ও রোমানিয়ার মধ্যকার খেলা। তবে জয় পেয়েছে নেদারল্যান্ডস। তারা ১-০ গোলে জিতেছে তুরস্কের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।