ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রানের পিছু ছুটচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
রানের পিছু ছুটচ্ছে শ্রীলঙ্কা

গল: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ১৬৫ রান। এখনো পিছিয়ে আছে ৪১৫ রানে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৮০/৯ ডি.
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৬৫/৩ (৪৩.১ ওভার)

ওয়েস্ট ইন্ডিসের বিশাল রানের তাড়া করতে নেমে আবহাওয়া বাঁধা হওয়ায় তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৩.১ ওভার। আগের দিন দুই ওপেনার ফিরে গেলেও এদিন কেবল কুমার সাঙ্গাকারার (৭৩) উইকেটি হারায় শ্রীলঙ্কা। পরে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

৫১ রান নিয়ে ব্যাট করছেন মাহেলা জয়াবর্ধনে। আর সঙ্গী থিলান সামারাভিরার সংগ্রহ ১১ রান।

প্রথম ইনিংসে ক্রিস গেইলের ৩৩৩, ড্যারেন ব্রাভোর ৫৮ ও ব্রেন্ডন ন্যাশের ৬৪ রানের সুবাদে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।