ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

তিনশূন্য পেলেন বক্সার রহিম

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
তিনশূন্য পেলেন বক্সার রহিম

গুয়াংজু: অভিজ্ঞতা কখনো তিক্ত হয় কখনো মধুর। এশিয়ান গেমসে এসে বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতাই তিক্ত।

বক্সিংয়ের আব্দুর রহিমের অভিজ্ঞতা হলো টানা রাউন্ডে ঘুসি খেয়ে শূন্য হাতে গেমস শেষ করা।

মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টায় ফ্যাশন জিমনেসিয়ামের বক্সিংয়ের রিংয়ে উঠেছিলেন একাদশ এসএ গেমসে সোনা জয়ী রহিম। কিন্তু প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের হুদায়বার্দিয়েভের সর্দার রিংয়ে শুরু থেকেই কুপোকাত করলেন।

প্রথম রাউন্ডের পুরো পয়েন্ট তুলে নিতে কষ্ট হয়নি। বাকি দুই রাউন্ডেও একই অবস্থা হয় রহিমের। পারলে দ্বিতীয় রাউন্ডেই আত্মসমর্পণ করে বসে রহিম। তবে দেশের মান যাবে বলে শেষপর্যন্ত পড়ে পড়ে মার খেয়েছেন।

সুরুজ হারেন ৫-১ পয়েন্টে।

গুয়াংজু সময়: ১৯১৭ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।