ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান গেমসের ঈদ

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
এশিয়ান গেমসের ঈদ

গুয়াংজু: ঈদের জামাতের জন্য মসজিদে মসজিদে মাইকিং নেই। মসজিদও অনেক দূরে।

গুয়াংজু এশিয়ান গেমস ভিলেজের পাশে মসজিদ কল্পনাই করা যায় না। গেমস ভিলেজই বাংলাদেশের খেলোয়াড়দের ঈদের নামাজ পড়তে হয়।

খেলোয়াড় এবং কর্মকর্তা ছাড়া সেখানে অন্যদের প্রবেশাধিকার ছিলো না। খেলোয়াড়দের ঈদ উদযাপনের খবর নেওয়ার জন্য টেলিফোনই একমাত্র ভরসা। দু’একজনের সঙ্গে ফোনে কথা বলে প্রতিক্রিয়া পাওয়া গেলো। বক্সিংয়ের আব্দুর রহিম জানালেন, এখানে ঈদ মনে হচ্ছে না। সাদামাটা একটি দিন কাটাতে হবে আমাদেরকে। তবে পরিবারের সঙ্গে থাকতে পারলে ভালো লাগতো। ”

হকির রাসেল মাহমুদ জিমি গত চারটি ঈদ দেশে করতে পারেননি। বলছিলেন,“ঈদে পরিবারের কাছে থাকতে ইচ্ছে হয় তার। কিন্তু দেশের স্বার্থে এই ক্ষুদ্র ত্যাগ কিছুই নয়। আমরা ভালো খেললে ঈদের চেয়েও বেশি আনন্দ পাই। ”

গুয়াংজু সময়: ২১৩৮ ঘন্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad