ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

গেমস ভিলেজেই ঈদের নামাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
গেমস ভিলেজেই ঈদের নামাজ

গুয়াংজু: বাংলাদেশের একদিন আগেই কোরবানির ঈদ হবে চীনে। এশিয়ান গেমসে অংশ নিতে গুয়াংজুতে আসা খেলোয়াড়দের জন্য ঈদ উদযাপনের ব্যবস্থা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এরই মধ্যে কোরবানির জন্য গরু কেনা হয়েছে বলে জানিয়েছেন বিওএ কর্মকর্তা রানা হাসান। মঙ্গলবার সকালে এশিয়ান গেমস ভিলেজেই ঈদের নামাজ আদায় করবেন বাংলাদেশের খেলোয়াড় এবং কর্মকর্তারা। এরপর নির্দিষ্ট স্থানে গিয়ে দেওয়া হবে কোরবানি।

নিরাপত্তার কারণে খেলোয়াড়দের যেখানে সেখানে যাওয়ার অনুমতি নেই। এছাড়া খেলার নির্ধারিত সূচি মেনেই খেলায় অংশ নিতে হবে খেলোয়াড়দের। অতএব খেলার চাপে ঈদ উপভোগ করা কঠিন হয়ে যাবে ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের জন্য।

গুয়াংজু সময়: ২২৩০ ঘন্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad