ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আনুষ্ঠানিক অনুমোদন পেলো দ.কোরিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
আনুষ্ঠানিক অনুমোদন পেলো দ.কোরিয়া

গুয়াংজু: দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক শহর ইনচেনকে আনুষ্ঠানিকভাবে ১৭তম এশিয়ান গেমসের ভেন্যু ঘোষণা করেছে এশিয়ান অলিম্পিক কাউন্সিল। সোমবার এই ঘোষণা দেওয়া হয়।

নিয়মানুযায়ী গুয়াংজু এশিয়ান গেমসের সমাপনী দিনে মশাল হস্তান্তর হবে কোরিয়ান অলিম্পিক সভাপতির কাছে। ঠিক চার বছর পরে এশিয়ান অলিম্পিকের মহাউৎসব হবে ইনচেনে।

যদিও ১৭তম এশিয়ান গেমস আয়োজন নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। খেলার মাঠ, গেমস ভিলেজ গড়ে তুলতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কোরিয়া। এর আগে ১৯৮৬ সালে সিউল এবং ২০০২ সালে বুসানে সফল এশিয়ান গেমস আয়োজন করে দক্ষিণ কোরিয়া। ২০১৪ সালে তৃতীয়বারের মতো এশিয়ার সর্ব বৃহৎ গেমস করতে যাচ্ছে দেশটি।

কোরিয়ার আগে কেবল থাইল্যান্ড চারবার এশিয়ান গেমস আয়োজন করেছে। দুইবার করে আয়োজক হয়েছে ভারত, জাপান এবং চীন। অন্যদেশগুলো হলো: ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইরান এবং কাতার।

গুয়াংজু সময়: ২২১৫ ঘন্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।