ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

দুবাই টেস্টের নিয়ন্ত্রণে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

দুবাই : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি যদি পাকিস্তানের হয়। তবে তৃতীয় দিনটি কেবল দক্ষিণ আফ্রিকার।

বোলারদের শাসনের পর ব্যাট হাতেও পাকিস্তানকে চোখ রাঙ্গাচ্ছে  প্রোটিয়াসরা। তৃতীয় দিন শেষে ২৭১ রানে এগিয়ে তারা। হাতে আছে আট উইকেট।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ১৩৯/২ (৪৮ ওভার), প্রথম ইনিংস: ৩৮০
পাকিস্তান প্রথম ইনিংস: ২৪৮/১০ (৯৫ ওভার)

আগের দিনের দুই উইকেটে ১৪৪ রান নিয়ে শুরু করা পাকিস্তান প্রথম ধাক্কা খায় ইউনিস খানের (৩৫) উইকেট হারিয়ে। দলের রান তখন ১৭৬। আজহার আলী একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে কাউকেই উইকেটে স্থায়ী হতে দেয়নি প্রোটিয়াস বোলাররা।

মর্নে মরকেল ও জন বোথার মারাত্মক বোলিংয়ে ধারাবাহিক উইকেট খুইয়ে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান ইনিংস। পরের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুই ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছাতে পারেন।

তৃতীয় দিনে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংসটি খেলেন আজহার আলী।

মরকেল ৫৪ রানে পাঁচটি ও বোথা ৬১ রানে নেন তিনটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেও হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের ব্যাটিংয়ে বড় স্কোরের পথে দক্ষিণ আফ্রিকা।

ব্যক্তিগত ২৬ রানে আলভিরো পিটারসেন ও ৩৪ রানে সাজঘরে ফেরেন গ্রায়েম স্মিথ।

৪৪ রানে ব্যাট করছেন আমলা। অপরপ্রান্তে ৩২ রানে অপরাজিত আছেন ক্যালিস।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।